হত্যা মামলার দীর্ঘ দিনের পলাতক আসামী গ্রেফতার
হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি রিফাতকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (২৯ জানুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়ে পলাতক আসামি রিফাত (২০) কে আটক করে র্যাব।
হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রিফাত’কে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান মামলা নং-০৭, তারিখ-১৭/১২/২০১৬ খ্রিঃ, সিআর-২৫৪/১৬, সেসন-৪৯/১৯, ধারা-৩০২/২০১/৩৪ দÐ বিধি; হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রিফাত (২০), পিতা-মৃত মোহর আলী, সাং-রামকৃষ্ণদি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
আসামি হলেন মুন্সিগঞ্জ জেলার রামকৃষ্ণদি গ্রামের মৃত মোহর আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উল্লেখিত হত্যা মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানী ঢাকা ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।