দুই লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
কক্সবাজারের সদর থানাধীন লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতে ০৪ মাসের সশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০/- অর্থদন্ডপ্রাপ্ত একজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে।
র্যাব জানিয়েছে, র্যাব-১৫, দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিজ্ঞ আদালত কর্তৃক বিভিন্ন দন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর থানার সিআর নং ১৪৪১/১৯, এসটি নং-৮৫৯/২০, এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে ০৪ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আলম মান্নান’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত মামলার সাজাপ্রাপ্ত আসামী কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ অনুমান ১১.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আলম মান্নান (৪৬), পিতা-মৃত আব্দুল মান্নান সওদাগর, সাং-মোজাহের পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী গ্রেফতার এড়াতে পৌর শহরের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।