পত্নীতলায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আসামী গ্রেপ্তার
গত ইং ১২/০১/২০২৪ তারিখ পত্নীতলা থানাধীন পত্নীতলা বাজার সংলগ্ন পত্নীতলা-সাপাহার গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে অটো চার্জার চালক আজিজার রহমান (৫০) এর মৃতদেহ পতিত জমিতে কাঁদা পানিতে মৃত অবস্থায় পাওয়া যায়। উক্ত ঘটনা সংক্রান্তে মৃতের জামাই মোঃ আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দিলে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
উক্ত ঘটনায় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের প্রত্যক্ষ নিদের্শনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল এর তত্বাবধায়নে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন, পত্নীতলা থানা এবং মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশ টিম সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর, রংপুর, নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ হাদিউল ইসলাম জীবনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি হাদিউল ইসলাম জীবন কর্তৃক বিক্রয়কৃত জনৈক মোঃ আশরাফুল এর নিকট হতে মৃত আজিজার এর ছিনতাইকৃত অটো চার্জারটি বগুড়ার শিবগঞ্জ হতে উদ্ধার হয়। আসামী মোঃ হাদিউল ইসলাম জীবন অটো চার্জার চালক আজিজার রহমানকে গ্লুকোজ শরবতের সাথে চেতনানাশক দ্রব্যাদি সেবন করিয়ে মৃত্যু নিশ্চিত করে অটোচার্জারটি ছিনতাই করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।