চাঞ্চল্যকর খোকন হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী রাসেল হানি সিং’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (২৭ জানুয়ারি) আনুমানিক বিকাল ১৬:২০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, উক্ত অভিযানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৬০(০১)২১, ধারা-৩০২/৩৪ দণ্ড বিধি; চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক অন্যতম প্রধান আসামী মোঃ রাসেল হানি সিং (২০), পিতা-মোখলেছ, সাং-কুতুবখালী বড় মাদ্রাসা সংলগ্ন, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা‘কে গ্রেফতার করে।
র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।