দেহে দুই হাজার পিস ইয়াবা লুকিয়ে বাসে উঠেছিল মাদক ব্যবসায়ী
দুই হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (২৭ জানুয়ারী) রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীমন্তপুর গ্রামস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখী লেনে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস যাত্রী ছাউনী সামনে রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে চট্টগ্রাম থেকে আসা সোহাগ পরিবহন থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ মামুন মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ সদর দক্ষিণ মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীমন্তপুর গ্রামস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখী লেনে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস যাত্রী ছাউনী সামনে রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে চট্টগ্রাম থেকে আসা সোহাগ পরিবহন একটি বাস আসতে দেখে বাসটি থামানোর সংকেত দিলে সোহাগ পরিবহন এর ড্রাইভার রাস্তার উপর থামায়।
বাসে থাকা যাত্রীদের সম্মুখে সিট নং-ঐ১ এর যাত্রী মোঃ ফখরুল ইসলাম প্রকাশ আমিনুল ইসলাম খোকন (৫০) এর দেহ তল্লাশী করে একটি কাগজের খামে ১০ (দশ) টি সাদা রংয়ের এয়ার টেপ্ড প্যাকেটের ভিতর রক্ষিত প্রতিটি প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে সর্বমোট ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী মোঃ ফখরুল ইসলাম প্রকাশ আমিনুল ইসলাম খোকন (৫০), পিতা-মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মাতা-হাবিবা বেগম, স্ত্রী- জেসমিন আক্তার, সাং-দক্ষিণ রুপকানিয়া ( নয়া পাড়া, মোয়াজ্জেম চৌধুরী বাড়ী), পোঃ বারোদোনা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩০/৩০, তাং-২৭/০১/২০২৪ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক)/৪১ তে মামলা রুজু করা হয়।