বরগুনায় নিখোঁজ কিশোরীকে উদ্ধার
ডেস্ক রিপোর্ট।
বরগুনা জেলার সদর থানাধীন সোনাখালি বটতলা এলাকা হতে ০১ জন নিখোঁজ কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। গত ২৫ জানুয়ারী র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, ভিকটিম কিশোরী তিশা রানী দাস (১৬) গত ২৫/০১/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ০৯০০ ঘটিকায় গগন আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে যাবার জন্য বাসা থেকে বেড় হবার পর থেকে নিখোঁজ ছিল। তার কোন খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বরগুনা জেলার সদর থানায় একটি জেনারেল ডাইরি করে (জিডি নং-১৩৫৮, তারিখঃ ২৬/০১/২০২৪ইং)।
উক্ত ঘটনা র্যাবের নজরে আসলে র্যাব নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের লক্ষে ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ উদ্ধারকারী আভিযানিক দল ভিকটিমকে বরগুনা জেলার সদর থানাধীন সোনাখালি বটতলা এলাকা হতে উদ্ধার করতে সমর্থ্য হয়।
প্রসঙ্গত: র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।