নওগাঁ জেলার রানীনগর থানা এলাকায় বেঁধে রেখে ৫০০ টি পাতিহাঁস, ৬০০ টি, ডিম ও দুটি মোবাইল লুণ্ঠন করে নিয়ে যাওয়ার ঘটনায় ০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও লুণ্ঠিত ৫০০ টি হাঁস ০১টি মোবাইল এবং লুণ্ঠনের কাজে ব্যবহৃত পিকআপ এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রাণীনগর থানা এলাকার দেউলাগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় ১। মোঃ জুবায়ের, ২। মোঃ মেহেদী হাসান ও ৩। মোঃ সোনাউল্লা নেট দিয়ে তাদের ৫০০ টি হাঁস রেখে রাতে ঘুমিয়ে পড়লে। ইং ২৬/০১/২৪ তারিখ রাত ০১.০০ ঘটিকা হইতে ০২.০০ ঘটিকার মধ্যে ৩/৪ জন অজ্ঞাত আসামী তাদের বেঁধে রেখে ৫০০ টি পাতিহাঁস, ৬০০ টি, ডিম ও দুটি মোবাইল লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ রাশেদুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে রানীনগর থানার মামলা রুজু করা হয়।
উক্ত ঘটনায় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় রাণীনগর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম বগুড়ায় অভিযান পরিচালনা করে আসামী আহাদ(২৮)কে সান্তাহার হতে একটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয় । তার তথ্য মোতাবেক মোহাম্মদপুর থানা, ঢাকা হতে আসামি হিমেল(২৫), সাকিবুর(২৫) ও রহিদ(২২) কে লুণ্ঠিত ৫০০টি হাঁস, ০১ টি মোবাইল সহ লুণ্ঠন এর কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত