কক্সবাজার সদর থানাধীন চৌফলদন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে পাসপোর্ট জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী মামুন’কে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ওই আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ঢাকা বিমান বন্দর থানার মামলা নং-২৩(৬)১০, তাং১৮/৫/২২, ধারা ১১(১)(খ) মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মামুন’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত মামলার পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন চৌফলদন্ডী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৪ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মামুন (৩৬), পিতা-মৃত হাফিজ উদ্দিন মাষ্টার, সাং-খোনকির খিল, চৌফলদন্ডী ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত