কুড়িগ্রামের বিশ্বচিটার রফিকুলকে গ্রেফতার
ঢাকা চট্টগ্রামে এনআই এক্ট ও পেনাল কোড ৪২০ ধারার মামলা ০৪ টি। বিভিন্ন মানুষের কাছে চাকরীসহ নানাবিধ প্রলোভনে কুড়িগ্রামের ফুলিবাড়িতে তিনি বিশ্বচিটার হিসাবে পরিচিত। পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারন করে তিনি থাকেন কাচপুরে। নাম তার রফিকুল।শতছলচাতুরীর পরেও অবশেষে আদালতের কাঠগড়ায় দাড়াতে হলো ‘বিশ্বচিটার’ রফিকুলকে।
ওয়ারেন্টের বিশেষ অভিযান পরিচালনা কালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা টিমের বিশেষ কৌশলে আটক করা হয় রফিকুলকে।
জানা যায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এসআই তাজ উদ্দিন আহম্মেদ, এএসআই আসাদুজ্জামান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ০৪ দিনের অভিযান পরিচালনা করে পাহাড়তলী চট্টগ্রামের এনআই এ্যাক্ট ও প্রতারনার মামলা, ভাটারা,ঢাকার এনআই এ্যাক্টের ০২ টিসহ মোট ০৪ টি ওয়ারেন্টেমুলে কুড়িগ্রামের ফুলবাড়ির গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রফিকুলকে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা হতে ছদ্মবেশ ধারণ করে বিশেষ কৌশলে গ্রেফতার করে।
আরও পড়ুন,,,,,,,,,,,,,,,,,