৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ০২ জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার
রাজধানীর মুগদা ও গাজীপুরের টঙ্গী এলাকা হতে ০৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ০২ জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মুগদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওসমান গনি (২০), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-তেলিপাড়া, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২০০টি, ৫০০ টাকা সমমূল্যের ১২টি, ২০০ টাকা সমমূল্যের ১০টি এবং ২০ টাকা সমমূল্যের ১০০টি সর্বমোট ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোট, ১৮টি মানিব্যাগ ও নগদ-২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল একই তারিখ বিকালে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩,০১,০০০/- (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোফাজ্জল হোসেন @অপু (২৩), পিতা-আমীর হোসেন, সাং-গাজীপুরা, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২৯৬টি এবং ৫০০ টাকা সমমূল্যের ১০টি সর্বমোট ৩,০১,০০০/- (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোট ও নগদ-৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।