জামালপুর জেলার মেলান্দহ থানাধীন নাগেরপাড়া এলাকায় চাঞ্চল্যকর মোঃ দুলাল মিয়া হত্যা মামলার অন্যতম আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
গত ২২ জানুয়ারি ২০২৪ ইং দিবাগত রাত ২১.০৫ ঘটিকায় চাঞ্চল্যকর মোঃ দুলাল মিয়া হত্যা মামলার ৩নং আসামী মোছাঃ মুক্তা বেগম (২৮), স্বামী-মোঃ সাইফুল ইসলাম, সাং-নাগেরপাড়া, থানা-মেলান্দহ, জেলা-জামালপুরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। ভিকটিম মৃত মোঃ দুলাল মিয়া জামালপুর জেলার মেলান্দহ থানার নাগেরপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে। বিবাদীগন একই গ্রামে পাশাপাশি বসবাস করেন। বাদী মোঃ দুলাল মিয়া ও বিবাদীগনের মধ্যে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে গত ০৫/১০/২০২৩ ইং তারিখে বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকায় বিবাদীগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রæতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে দুলাল মিয়া বসত বাড়ীতে প্রবেশ করে ভয়ভীতি ও হুমকি প্রদান করে এজাহারনামীয় ২নং আসামী মোঃ রশিদ তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়ে বাদীর স্ত্রীর মাথা লক্ষ্য করে কোপ মারিলে উক্ত কোপ কপালের ডান পাশে লেগে মারাত্মক হাড়কাটা রক্তাক্ত জখম হয়। বাদী প্রতিবাদ করলে ১নং আসামী মোঃ সাইফুল ইসলাম ও তার স্ত্রী ধৃত ৩নং আসামী মোঃ মুক্তা বেগম (২৮) এর সহযোগীতায় বাদী মোঃ দুলাল হোসেনকে ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে কোপ মারলে উক্ত কোপ বাদী হাত দিয়া ঠেকানোর চেষ্টা করলে বাদীর বাম হাতে লেগে মারাত্মক হাড়কাটা জখম হয়। এসময় বাদী ও তার স্ত্রীর ডাক-চিৎকারে আশেপাশের লোক সমাগম হলে আসামীরা ঘটনাস্থল হতে দ্রæত পালিয়ে যায়। বাদী ও তার স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বাদী ও তার স্ত্রীকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা অত্যন্ত আশংকাজনক দেখে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরবর্তীতে মোঃ দুলাল মিয়া বাহক মারফতে জামালপুর জেলার মেলান্দহ থানায় বাদী হয়ে মেলান্দহ থানার মামলা নং-০৭/২৬৩, তাং-০৯/১০/২০২৩ ইং, ধারা-৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০ দায়ের করেন। বাদী/ভিকটিম মোঃ দুলাল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১০/১০/২০২৩ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। ইং ১০/১০/২০২৩ তারিখ ময়ময়সিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ দুলাল মিয়ার মৃতদেহ মৃতের ছেলে মোঃ রহিম (১৯) এর সনাক্তমতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কর্তৃক মামলাটিতে পেনাল কোডের ৩০২/৩৪ ধারা সংযোজন করা হয়। উক্ত ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের প্রতিনিধি দল উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছায়া তদন্ত শুরু করেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে গত ২২/০১/২০২৪ ইং তারিখ অনুমান ২১:০৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিড ষ্টোর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোছাঃ মুক্তা বেগম (২৮)’কে আটক করতে সক্ষম হয়। উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামীকে জামালপুর জেলার মেলান্দহ থানায় সূত্রোক্ত মামলা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত