ইয়াবা বহন কালে ইয়াবা ব্যবসায়ী আসামী আটক
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ বিকাল ১৫.১০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন আলমদস্তার কুটি ব্রিজের এর পূর্ব পাশের
মাদারীপুর-টেকেরহাট হাইওয়ে রাস্তার পাশে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ব্যাটারী চালিত ভ্যানের ব্যাটারীর ক্যাবলের মধ্যে করে ইয়াবা বহন কালে ইয়াবা ব্যবসায়ী আসামী মোঃ রিমন হাওলাদার (২৭), পিতা- আশরাফ আলী হাওলাদার, মাতা- রীনা বেগম, সাং- মাঝকান্দি, থানা- রাজৈর, জেলা- মাদারীপুরকে আটক করি। এসময় আটককৃত আসামীর নিকট থেকে *১৯৬ (একশত ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) TECNO মডেলের মোবাইল, ০১(এক) টি সীম কার্ড এবং ০১ (এক) টি ব্যাটারীচালিত ভ্যানগাড়ী উদ্ধার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা, ভ্যানগাড়ী ও মোবাইল সেটসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।