৩টি গৃহ চুরির রহস্য উদঘাটন করলেন ডিবি পুলিশ, গ্রেফতার-৩
১টি গৃহ চুরি মামলার তদন্তে নেমে ৩টি গৃহ চুরির রহস্য উদঘাটন করলেন ডিবি পুলিশ, গ্রেফতার-৩, চোরাই আলামত উদ্ধার।
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম খোলাডাঙ্গা সাকিনে মহিবুর রহমান এর বসতবাড়ীতে চুরির ঘটনায় গ্রেফতারকৃত রিমান্ড প্রাপ্ত আসামী রবিউল ইসলাম রবি ও রিজভী আহম্মেদ রাফিনদের স্বীকারোক্তি মতে চোর চক্রের আরেক সদস্য হাসিবুর রহমান কবির কে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি মতে যশোর শহরের খোলাডাঙ্গা সাকিনে এনামুল কবীর বাবু, পিতা- মৃত শফিউল মোস্তফা এবং তালবাড়ীয়া সাকিনে জনৈক সোহরাব হোসেন এর বাসার ভাড়াটিয়া মোজাম্মেল হক দ্বয়ের বসতবাড়ীর তালা ভেঙ্গে চুরির ঘটনার রহস্য উদঘাটন করে মহিবুর রহমানের বাড়ীতে চুরি যাওয়া অবশিষ্ট চোরাই আলামতের মধ্যে ১টি মোবাইল ফোন, ১টি টিভি, এনামুল কবিরের বাসা থেকে নেওয়া ১টি ডিসকভার মোটরসাইকেল মোজাম্মেল হকের বাসা থেকে নেওয়া ১টি হিরো ইগনিটোর মোটরসাইকেল, ডিজিটাল নাম্বার প্লেট, ইলেক্ট্রনিক চুলা, ২টি হেলমেট উদ্ধার করতে সক্ষম হয়।
পৃথক ২টি ঘটনা সংক্রান্তে এনামুল কবিরের ভাই সোয়ায়েব হোসেন ও মোজাম্মেল হক বাদী হয়ে
পৃথক ২টি এজাহার দায়ের করলে কোতয়ালী থানার মামলা নং-৫০ ও ৫১ তাং-২৩/০১/২০২৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে চোর চক্র যশোর শহর ও আশপাশ এলাকায় একাধিক বাড়ীতে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চুরি সংঘটন করে।
আসামীর তথ্যঃ
১। মোঃ রবিউল ইসলাম @ রবি (২৭), পিতা- আঃ সামাদ, স্থায়ী সাং- চাচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশে শুকুর আলীর বাড়ী, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। রিজভী আহম্মেদ @ রাফীন (২৪), পিতা- আমিনুল ইসলাম, সাং-ধোপাদহ, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল বর্তমান সাং- চাচড়া মন্ডলগাতি, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৩। মোঃ হাসিবুর রহমান কবির (২১), পিতা- মোঃ রাসেল মোড়ল, সাং-চাচড়া রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর
উদ্ধারকৃত আলামতঃ১। ১টি টিভি
২।১টি মোবাইল ফোন
৩। ২টি মোটরসাইকেল
৪। ডিজিটাল নাম্বার প্লেট
৫। ইলেক্ট্রনিক চুলা।
৬। ঘর ভাঙ্গার সরঞ্জাম।
৭। হেলমেট- ০২টা।