জমি নিয়ে বিরোধের জেরে হত্যা দুই আসামীকে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বাদী মোছাঃ শেফালী আক্তার এর সাথে বিবাদীদের দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। উক্ত জায়গা জমির জেরে গত ২৯/১০/২৩ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাদীর দেবর নিহত ইদ্রিস আলী ওরফে মতিন, সেলিম মিয়া ও বাদীর স্বামী আফাজ উদ্দিন মারাত্মকভাবে আহত হয়ে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকেন। ইদ্রিস আলীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে থাকলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পথিমধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একই তারিখ আনুমানিক ২১.২৫ ঘটিকায় মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে ময়মনসিংহ জেলার, ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেন যা ময়মনসিংহ জেলার, ফুলবাড়ীয়া থানার মামলা নং-২৫, তারিখঃ-২৯/১০/২৩, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড। পরবর্তীতে গাজীপুর মহানগর গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় আসামীদের অবস্থান নির্ণয় করে র্যাব-১ এর নিকট আসামীদেরকে গ্রেফতারের সহযোগীতা কামনা করলে র্যাব-১ বিষয়টি আমলে নিয়ে আসামীকে গ্রেফতারের ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ জিসেম্বর ২০২৪ইং তারিখ আনুমানিক ১৭.১০ ঘটিকায় র্যাব-১, উত্তরা ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সময় গাজীপুর মহানগর গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এর মেইন গেইট এর সামনে পাঁকা রাস্তার উপর আসামীরা অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় এজাহার নামীয় ২নং আসামী মোঃ শাহজাহান (২৫), পিতা মোঃ রিয়াজ উদ্দিন, সাং-চৌদার (ইউপি-ফুলবাড়ীয়া), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ ও ধৃত ৪নং আসামী মোঃ আশিক মিয়া (৩০), পিতা মোঃ সুরুজ মিয়া, সাং-চৌদার (ইউপি-ফুলবাড়ীয়া), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদের’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে এজাহারে বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীদের নিকট হতে ০৪টি মোবাইল ফোন, ০৪টি সীম কার্ড এবং নগদ ২৯০০/-টাকা’উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত