শৈলকূপায় পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
ঝিনাইদহের শৈলকূপায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজদিয়া গ্রামের আবুল শেখের ছেলে আজিজুল একই গ্রামের উসমানকে পাঁচ বছর আগে ১৮০০ টাকা ধার দেয়। পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে দুজনের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় আবুল শেখ ও তাঁর স্ত্রী হাজের খাতুন, ছেলে আজিজুল, শহিদুল,সবুজ শেখ সহ অন্তত ৫ জন আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, মাজদিয়া গ্রামে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।