র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল গত ¡ ২১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ২৩০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন সুগারমিল এলাকা হতে তাস দিয়ে জুয়া খেলার সময় ক। মোঃ রেজাউল করিম (৬০), পিতা-মৃত আব্দুল মজিদ, খ। মোঃ আলম সরদার (৫৬), পিতা-মৃত রোফা সরদার, গ। মোঃ হিপলু (৫২), পিতা-মৃত হোসন আলী, ঘ। মোঃ নুর ইসলাম (৬০), পিতা-মৃত বছির উদ্দিন, ঙ। মোঃ ফারুক হোসেন (৫৫), পিতা-মৃত গোলজার হোসেন, চ। মোঃ রানু শফি (৫৬), পিতা-মৃত মতিয়ার রহমান, সকলের সাং-শান্তিনগর, থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগন দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলে আসছেন। এরই প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ২১/১/২০২৪ তারিখ ২৩০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন সুগারমিল এলাকায় অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ০৬ জন জুয়াড়ী কে আটক করে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত