ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস নবীন সদস্যদের বৃক্ষ উপহার দেওয়ার মাধ্যমে বরণ করা হয়েছে। রোববার (২১ জানুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় সংগঠনের নবীন সদস্যের মাঝে ঔষধি ও ফলজ বৃক্ষ প্রদান করা হয়। এর আগে সংগঠনের নবীন সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমনসহ প্রমুখ। সংগঠনের সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, ইট পাথরের অট্টালিকার এক অসুস্থ প্রতিযোগিতার এই সময়ে গাছপালা ও পরিবেশ নিয়ে ভাবার মানুষের খুব অভাব। যেই সবুজ সুন্দর পৃথিবীকে মানুষ নিজেদের স্বার্থে প্রতিনিয়ত ধ্বংস করে চলছে, আমরা আবারও সেই পৃথিবীকে সবুজ সুন্দর ও নির্মল পরিবেশে রুপান্তর করতে চাই। এই নবীনদের মাধ্যমেই আমরা আমাদের সবুজ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই এবং সর্বস্তরের মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে চাই। সাধারণ সম্পাদক মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, আজ নবীনদের আমরা বৃক্ষ দিয়ে বরণ করে নিলাম। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সকল নবীন সবুজ সহযোদ্ধাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীর কার্যক্রম নবীনদের সাথে নিয়ে করতে পারব এবং নবীনদের সবুজ পরিবারে তাদের যে প্রত্যাশা তা পূরণ করতে পারবে বলে আশা করি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত