রাউজানে যানজট নিরসনে রিকশা চালকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার প্রানকেন্দ্র ফকিরহাট বাজারসহ মুন্সিরঘাটা, জলিলনগর বাসষ্ট্যান্ড ও পৌরসভার গুরুত্ব বিভিন্ন সড়কের যানজট নিরসনের লক্ষে রিকশা চালকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭জানুয়ারি বুধবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন রাউজানের সংসদ সদস্য টানা পঞ্চম বারের নির্বাচিত এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে রাউজান আজ সারা দেশের মধ্যে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তার অংশ হিসেবে রাউজান পৌরসভা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভিন্নধর্মী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সারা দেশের মধ্যে সুনামের সাথে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন যানজট একটি নিয়মিত সমস্যা এই সমস্যা সমাধানের লক্ষে রিকশা চালকদের সাথে মতবিনিময় করছি এবং তাদের রিকশা গুলো যাতে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে রাখতে পারে তার জন্য একটি রিকশা স্টেশন/ নির্ধারিত স্থান করার উদ্যোগ গ্রহণ করেছি, এটি বাস্তবায়ন হলে যানজট অনেকাংশে কমবে বলে আশা করছি। যানজট নিরসনে পৌরসভার রিকশা চালকদের জন্য আইডি কার্ডসহ আরো বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে এবং খুব শীগ্রই তা বাস্তবায়ন হবে বলেই জানিয়েছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ ওয়াসিম আকরাম, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, মোহাম্মদ ইকবাল, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, আরফানুল ইসলাম আবিরসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত