বাকেরগঞ্জের উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ফাটাকেষ্টর ভূমিকায় এমপি হাফিজ মল্লিক
বরিশালের বাকেরগঞ্জের উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ফাটাকেষ্টর ভূমিকায় দেখা গেছে নব-নির্বাচিত এমপি মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে তার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা রিকতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শঙ্কর প্রসাদ অধিকারী, উপজেলা প্রকৌশলী আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মাঝি, মনিরুজ্জামান ডাকুয়া, আওয়ামীলীগ নেত্রী শাহনাজ পারভিন রানী প্রমূখ।
মতবিনিময় সময় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে বাকেরগঞ্জবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। যে আশা নিয়ে তারা আমাকে রায় দিয়েছে জীবন চলে গেলেও অনুন্নত বাকেরগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পৌঁছে দেবই। বক্তব্য দেওয়ার সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উদ্দেশ্য করে বলেন, জনগণের জীবন যাত্রার অন্যতম মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা।
জনগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা সঠিকভাবে পায় কিনা সেটি তদারকি এবং ছোটখাটো সমস্যা হলে যাতে রোগীদেরকে বরিশালে পাঠাতে না হয় সে বিষয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা বিশিষ্ট থেকে ৫০ শয্যায় উন্নীত করতে মতবিনিময় সভা থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকেকে মোবাইল ফোনে নির্দেশ দেয়। মতবিনিময় সভায় এমপি হাফিজ মল্লিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিকতাকে ভূমি সংক্রান্ত যেকোন কাজে জনগণ যাতে হয়রানির শিকার না হয় এবং জমি রেকর্ড, নামজারি থেকে শুরু করে সব কাজে অল্প সময়ের মধ্যে সেবা দিতে নির্দেশ দেন।
উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার হলেও দীর্ঘদিন থেকে কাজ বন্ধ রয়েছে। তাই তিনি মতবিনিময় সভায় উপজেলার নতুন ভবন নির্মাণের জন্য প্রধান প্রকৌশলীকে মোবাইল ফোনে নির্দেশ দেন। মতবিনিময় সভায় বাকেরগঞ্জ উপজেলাকে ঢেলে সাজাতে তার তাৎক্ষণিক নির্দেশকে নিয়ে সুশীল সমাজের নেতৃবৃন্দের মুখে শোনা গেছে ফাটাকেষ্টর ভূমিকায় নেমেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক।