কুষ্টিয়ার খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত অনুমান ১১ টার সময় মোটরসাইকেল যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর আওয়ামীলীগ অফিস হইতে বাড়ি যাওয়া সময় রাজনাথপুর জেলা পরিষদ মার্কেটের সামনে পৌঁছালে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ৫/৬ জন সমার্থক পথ গতিরোধ করে আঘাত করে।
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সেলিম রেজার বাম হাতের বাহুতে আঘাতপ্রাপ্ত হয় তিনটি সেলাই লাগে ও মোটরসাইকেল চালক মোঃ রানা লাঠির আঘাতে নীলা ফোলা আহত হন।
প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন। ভাইস চেয়ারম্যান সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নাই। খোকসা থানার অফিস ইনচার্জ (ওসি) আননূর যায়েদ জানান, মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত