ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১টি লোহার তৈরি দেশীয় সচল পাইপগান উদ্ধার
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়ন হইতে একটি লোহার তৈরি দেশীয় সচল পাইপগান জব্দ করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
অদ্য ০২/০১/২০২৪ খ্রি:তারিখ দিবাগত রাত ০২:৩০ ঘটিকায় অর্থাৎ ০৩/০১/২০২৪ তারিখ এস আই (নিরস্ত্র)/গোলাম মোস্তফা, সঙ্গীয় এস আই(নিরস্ত্র)/ রবীন্দ্রনাথ সিংহ , এএসআই/মাইনুল, এএসআই/ আহসান কবীর, কং/ ৭৭৪ মোঃ জসিম উদ্দীন,কং/১২৭৯ মোঃ শরিফ উল্লাহ, কং/৬১৮ মোঃ ফিরদৌস,কং/৪৬৯ মোঃ আবু সাইদ খান,কং/৮৮৭ মাকসুদসহ ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর সাকিনে জনৈক আলতাফ ফরাজির পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে বাঁশ ঝাড়ের নিচে অজ্ঞাতনামা আসামি / আসামিদের ফেলে যাওয়া অবস্থায় একটি লোহার তৈরি দেশীয় সচল পাইপগান যাহা লোহার বাটযুক্ত এবং বাটসহ পাইপগানটি লম্বা ১৫ ইঞ্চি পাইপগানটি স্প্রিং সহ ফায়ারিং পিন সংযুক্ত উদ্ধার পূর্বক জব্দ। অজ্ঞাতনামা আসামি / আসামিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।