পরকিয়ার জেরে অপহরণ অতঃপর শ্বাসরোধ করে হত্যাঃ ময়মনসিংহের তারাকান্দায় ভিকটিম বাবুল মিয়া(৪৫)‘কে অপহরণ করতঃ শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি মোস্তাকিন(৩৩) কে ঢাকার আদাবর থানা এলাকা হতে গ্রেফতার করেছে , র্যাব-১৪, ময়মনসিংহ।
‘‘বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া,অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ইতোমধ্যে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব।
এখানে উল্লেখ্য যে, ময়মনসিংহের তারাকান্দা থানাধীন কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত হাসেন আলীর পুত্র ভিকটিম বাবুল মিয়া(৪৫) এর সহিত নেত্রকোণা জেলার পূর্বধলা থানার মহিষবেড় গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী মোছাঃ সখিনা বেগম(৪০) এর সাথে দীর্ঘদিন যাবত পরকিয়ার সম্পর্ক চলছিল। এই ঘটনায় ভিকটিমের পরিবারের লোকজন বিবাদী সখিনা বেগমকে বাঁধা নিষেধও করেন। কিন্তু, ভিকটিম বাবুল মিয়া(৪৫) এর সাথে পরকিয়া সম্পর্ক করতে বাঁধা দিলে আসামি সখিনা বেগম ভিকটিম বাবুল মিয়া‘কে হত্যা করবে মর্মে ভিকটিমের পরিবারের লোকজনকে হুমকি প্রদান করে।
ঘটনার তারিখ চলতি বছরের ২৪ আগস্ট রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় বিবাদী সখিনা বেগম এবং তার স্বামী বিবাদী মোঃ শাহজাহান মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আসামি ভিকটিম বাবুল মিয়া(৪৫) কে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখঃ ০৬/০৯/২০২৩ খ্রি., ধারাঃ ৩৬৪/৩৪ পেনাল কোড ১৮৬০। পরবর্তীতে, তারাকান্দা থানা পুলিশ আসামি শাহজাহান মিয়া এবং সখিনা বেগমকে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রফতার করেন। গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানান যে, তারা অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আসামির যোগসাজসে ভিকটিম বাবুল মিয়া(৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন সিধলং বিলে লাশ মাটিচাপা দিয়ে রেখেছে। পরে, আসামিদের দেখানো মতে, তারাকান্দা থানা পুলিশ নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন সিধলং বিল থেকে ভিকটিম বাবুল মিয়া(৪৫) এর লাশ উদ্ধার করলে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। ভিকটিম বাবুল মিয়া (৪৫)‘কে হত্যার ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ৩০/১২/২০২৩ ইং তারিখে অভিযান পরিচালনা করে ঢাকার আদাবর থানা এলাকা হতে বিকাল ০৪.৫৫ ঘটিকায় উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ মোস্তাকিন (৩৩), পিতা- মোঃ নিজাম উদ্দিন, সাং- গিটুয়ারী, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত