সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মীর মনির হোসেন (র্যাব-১২) ও সিনিয়র এএসপি মোঃ সোহেল রানা (র্যাব-১২) এর নেতৃত্বে ২৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০০.১০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন বিশ্বাসপাড়া এলাকা থেকে বগুড়ার চাঞ্চল্যকর অটোরিক্সা ছিনতাই ও হত্যা করে লাশ গুম এর ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামী মোঃ রতন মিয়া (২৮), পিতা-আব্দুল হান্নান, সাং-মালতি নগর, থানা-শাহজানপুর, জেলা-বগুড়া কে গ্রেফতার করা হয়।মামলার এজাহার থেকে জানা যায়, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মালদা ইউনিয়নের নন্দগ্রামে গত ০৬ ডিসেম্বর ২৩ ইং তারিখে আপেল মাহমুদ (১৮), পিতা-মৃত পিন্টু মিয়া, সাং-হাটফুলগাড়ী, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া কে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার চালিত অটোরিক্সা টি ছিনতাই হয়।পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গত ০৭ ডিসেম্বর ২০২৩ তারিখে অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর থেকে শাজাহানপুর থানা এবং র্যাব-১২ হত্যা মামলা রহস্য উদঘাটনে স্থানীয় তথ্যের সহায়তায় আসামী রতন কে শনাক্ত করতে সক্ষম হয়।আসামী রতন বগুড়া থেকে জয়পুরহাটে এসে আতœগোপন করলে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল রতন কে জয়পুরহাট সদর থানাধীন বিশ্বাসপাড়া এলাকা থেকে ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ০০.১০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্ মিডিয়াকে অনুরোধ করা হলো।
পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব-ব্যাটেলিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত