ঝিনাইদহের শৈলকুপাতে
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলার মদনডাঙ্গা বাজারে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডুর উপস্থিতি ও নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা,দুধসর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,
ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক,ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম তপন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু জাহিদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুকুল হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি জিল্লুর রহমান সবুজ, জেলা জনতা দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রদল নেতা শাহীন মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপির অসহযোগ আন্দোলনে জনমত গড়তে শৈলকুপায় লিফলেট বিতরণ ও গণসংযোগ
লিফলেটের মাধ্যমে, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে ডামী নির্বাচন অখ্যায়িত করে এটির বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে ট্যাক্স ও খাজনা বিল প্রদানে বিরত থাকা, ব্যাংকের মাধ্যমে লেনদেন না করা এবং বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, দেশ ও জাতীর কল্যাণে সরকারের ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত গড়তে আমরা লিফলেট বিতরণ করেছি। সাধারণ মানুষ আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে। আশা করি সাধারণ মানুষ তাদের অধিকার রক্ষায় আমাদের সাথে থাকবে। তাঁদেরকে সাথে নিয়ে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারব।