হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনের দাবী ঈদগাঁও ঐক্য পরিবারের
চলমান শীতে মানবিক ও সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা অসহায়,হতদরিদ্র এবং শীতার্ত নর-নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণের জোর দাবী জানিয়েছেন।
শীতকাল হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ভীষণ কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়ে যায়। এছাড়াও শীতজনিত কারণে ছড়িয়ে পড়ছে নানা অসুখ বিসুখ। শীতে বিশেষ করে শিশু,বৃদ্ধ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ অসহনীয় অবস্থায় পৌঁছে যায়। বৃদ্ধ ও শিশুদের মধ্যে জ্বর, শ্বাস কষ্ট,সর্দি,ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। ফুটপাত ও খোলা আকাশের নিচে বসবাসকারীদের কষ্টের সীমা থাকেনা। গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় ফলে শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ ভীষণ কষ্টে দিনযাপন করে থাকেন।
শীত নিবারণের পোশাক এবং কম্বল-কাঁথার অভাবে অভাবী মানুষের কষ্টের যেন শেষ নেই। শীত গরীব মানুষের জীবনকে অসহনীয় অবস্থার বললেই চলে। আমরা ভেবে দেখেছি এ শীতে অসহায়,গরিব,বস্ত্রহীন কর্মে অক্ষম মানুষগুলো কীভাবে রাত কাটাচ্ছেন? তাই শীতবস্ত্র ও কম্বল বিতরণের মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়ানোর সময় এখনই।
শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানালেন ঐক্য পরিবারের এডমিন রেহেনা নোমান কাজল,এম আবু হেনা সাগর,মহিউদ্দিন মাহী,কার্যকরী সদস্য আবদুল খালেক ও দিদার। জাতি-ধর্মবর্ণ, দল মত নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন বলে মনে করেন ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা