র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা জেলার সদর থানাধীন ইলিশা জংশন থেকে ০১ (এক) জন নিখোঁজ ভিকটিম (পুরুষ) উদ্বার ।
অদ্য ইং ১৪/০৫/২০২৪ তারিখ বেলা ১৬:৩০ ঘটিকার সময় এএসপি মোঃ জামাল উদ্দিন, ক্যাম্প কমান্ডার, অস্থায়ী র্যাব ক্যাম্প, ভোলার নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভোলা জেলার সদর থানাধীন ইলিশা জংশন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে গত ১৮/০৪/২০২৪ ইং তারিখ হতে নিখোঁজ ভিকটিম মোঃ আবু সুফিয়ান সিয়াম (১৩), পিতা -মোঃ উল্যাহ, মাতা-রুবিনা আক্তার, সাং-হাজিরহাট, মধ্য বাপ্তা, ০২ নং ওয়ার্ড, বাপ্তা ইউপি, থানা-সদর, জেলা-ভোলাকে র্যাবের আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমকে জিজ্ঞাসাবাদে সে তাহার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। বর্নিত ভিকটিম গত ১৮/০৪/২০২৪ ইং তারিখ নিখোঁজ হওয়ার পর তাহার নিখোঁজ সংক্রান্তে গত ২০/০৪/২০২৪ ইং তারিখ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী এন্ট্রি হয়, যাহার সদর থানার জিডি নং-১০৭৪, তারিখ-২০/০৪/২০২৪ ইং। পরবর্তীতে নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য ক্যাম্প কমান্ডার, র্যাব ক্যাম্প, ভোলা বরাবর ভিকটিমের পিতার আবেদনের প্রেক্ষিতে উল্লেখিত উদ্ধার অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয়।