দুর্ধষ অস্ত্রধারী ডাকাতদল কর্তৃক অপহরনকৃত ০৪ জন চিংড়ি ঘের প্রহরীকে কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালীর হেতালিয়া চিংড়ি ঘের এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ১৫,
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিবিধ অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। ‘‘বাংলাদেশ আমার অহংকার’’ এই স্লোগান নিয়ে র্যাব-১৫, কক্সবাজার এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধ*র্ষণ, অপহরণ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।
কক্সবাজার জেলায় বিশেষ করে চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন স্থানে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখল-বেদখল নিয়ে প্রতিনিয়তই দুই বা ততোধিক পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের সৃষ্টি হয়ে থাকে। এতে উভয় পক্ষের ঘের মালিক/দখলবাজরা ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহার করে থাকে। সৃষ্ট এ সকল সংঘর্ষের মাধ্যমে হতাহতের ঘটনার পাশাপাশি নির্মম হত্যাকান্ডের শিকার হচ্ছে অনেকেই, নিঃস্ব হচ্ছে তাদের পরিবার। সম্প্রতি জনৈক মং আলী র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পে অভিযোগ করেন যে, তার মালিকানাধীন 'চকরিয়া থানার খুটাখালী ইউনিয়ন ০৩নং ওয়ার্ড এর হেতালিয়া পাড়ার দাগাদির ছড়াঘোনা মৎস প্রকল্পে' একটি ডাকাতদল চিংড়ি ঘের জোরপূর্বক দখল করে উক্ত ঘেরের অবৈধ দখল নিশ্চিতকরনসহ ঘেরে পাহারারত ব্যক্তিদেরকে মুক্তিপন আদায়ের লক্ষ্যে জোর করে অপহরণ করে নিয়ে যাচ্ছে।
র্যাব-১৫, কক্সবাজার কর্তৃক দায়িত্বাধীন এলাকায় বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি চিংড়ি ঘের দখল-বেদখল নিয়ে সৃষ্ট সংঘর্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ঘের কেন্দ্রিক অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, ভুক্তভোগী ঘের মালিকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত ০৮ এপ্রিল ২০২৪ইং তারিখ অনুমান রাত ০৩.৪৫ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী ইউপির হেতালিয়া পাড়ার চিংড়ি ঘের অবৈধভাবে দখলকারী ডাকাতদলের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার লক্ষে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দিকবিদিক ছুটাছুটি করে অন্ধকার কৌশলে দ্রুত পালিয়ে যায় এবং র্যাবের আভিযানিক দল এলাকাবাসির সহায়তায় উল্লেখিত ভিকটিম ০৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিমদের বিস্তারিত পরিচয়: ১) রুহুল আমিন(৫৫), পিতা- নুরুল হক, সাং-স্কুল পাড়া, ০৩ নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, ২) নাছির উদ্দীন(৫০), পিতা- মৃত আব্দুল করিম, সাং- ফুলছড়ি শিয়াপাড়া, ০৮ নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, ৩) দুদু মিয়া(৫২), পিতা- মৃত সৈয়দ আলী, সাং-চেয়ারম্যান পাড়া, ০৩ নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, ৪) মনোয়ার আলম মনু(৫২), পিতা- অজ্ঞাত, সাং- স্কুল পাড়া ০৩ নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, সর্ব থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার। ভিকটিম রুহুল আমিন ডাকাত দল কর্তৃক আহত হওয়ায় তাকে স্থানীয় চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য, সংঘবদ্ধ ডাকাত চক্রটির আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ভিকটিমদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
-----ধন্যবাদ-----
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত