রুম টু রিড এর উদ্যোগে জীবন দক্ষতা শিক্ষা সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রামু ও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এ সার্টিফিকেট প্রদান করা হয়।
“প্রতিটি মেয়েশিশু কমপক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করবে এবং জীবন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের জীবনের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহনে সমর্থ হবে’’ - এই উদ্দেশ্যকে সামনে রেখে রুম টু রিড বাংলাদেশ এর মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম কক্সবাজার সদর উপজেলার ০৫টি এবং রামু উপজেলার ০৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২১০০ জন মেয়ে শিক্ষার্থীকে নিয়ে ২০১৯ সাল থেকে কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বাস্তবায়িত কর্মসূচির মধ্যে রয়েছে জীবন দক্ষতা শিক্ষা, মেন্টরিং সহায়তা, প্রয়োজনীয় উপকরণ সহায়তা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ, এলাকাবাসী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে সচেতনতা মূলক কর্মকাণ্ড।
এই কর্মসূচির আওতাভুক্ত ১০টি বিদ্যালয়ভিত্তিক মেয়ে শিশুদের বিগত বৎসরে তাদের শ্রেণি উপযোগী জীবন দক্ষতা সেশন প্রদান করা হয়েছে। যারা এ সকল সেশন সফলতার সাথে সমাপন করেছে তাদরকে ২০২৪ সালের জানুয়ারী মাস জুড়ে বিদ্যালয় সমূহে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে জীবন দক্ষতা শিক্ষা সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠাসমূহে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সদস্য, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, মেয়েশিশুরা, রুম টু রিড বাংলাদেশ কক্সবাজার অফিসের ফিল্ড ম্যানেজার জনাব চিত্তপ্রিয় আচার্য্য ও রুম টু রিড বাংলাদেশ এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর তারা রুম টু রিড বাংলাদেশ এর কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে বলেন, রুম টু রিড থেকে আয়োজিত জীবন দক্ষতা শিক্ষা অধিবেশন মেয়েশিশুদের আত্নবিশ্বাসী করে তুলছে। তিনি আরো বলেন, কক্সবাজারের বিদ্যালয়ে অনেক এনজিও কাজ করে কিন্তু রুম টু রিডের মত এত বিস্তারিত আর কোনো এনজিও কাজ করে না।
স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানসমূহে বিদ্যালয়ভিত্তক শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও, বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলকে তাদের নির্মিত নানাধরণের উপকরণের মাধ্যমে সুসজ্জিত করে যা উপস্থিত সকলের দৃষ্ঠিআকর্ষণ করে।
এই অনুষ্ঠানে মেয়েশিশুদের সার্টিফিকেট এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয় যারমধ্যে ছিল-খাতা, কলম, প্লাস্টিক ফাইল, জ্যামিতি বক্স, স্কেল এবং প্রয়োজন অনুযায়ী স্কুলব্যাগ, মাস্ক, ফ্লিপবোর্ড ইত্যাদি। বিদ্যালয়ে অবস্থিত লাইফস্কিল ক্লাব সমূহে পাঠাগারের জন্য গল্পের বই, রংপেন্সিল ও আর্টখাতাও প্রদান করা হয়।
উল্লেখ্য, মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের পাশাপাশি রুম টু রিড বাংলাদেশ এর সাক্ষরতা কার্যক্রম উখিয়া ও কুতুবদিয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে (১৩৭ টি) শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে যার মাধ্যমে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত