ঈদগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে বেসিক জার্নালিজম ট্রেনিং শেষ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।
জুম অনলাইনে অনুষ্ঠিত এ অনলাইন কোর্সে বিভিন্ন সেশন পরিচালনা করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলি মাণিক, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ নিপুণ। ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের ব্যবস্থাপনায় ট্রেনিংয়ে প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় প্রেস ক্লাবের কর্মকর্তা এম শফিউল আলম আজাদ, এম, আবু হেনা সাগর, মিছবাহ উদ্দিন, ওসমান গনি ইলি, বজলুর রহমান, কাউসার উদ্দিন শরীফ সহ অনেকে।
প্রশিক্ষণে সংবাদ সূচনা ও তার উপাদান, ফিচার বা মানবিক আবেদনধর্মী প্রতিবেদন লিখন, রিপোর্টিংয়ের ধরন, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদের উৎস/ সূত্র সহ সাংবাদিকতার নানা কলা-কৌশল বিষয়ে ধারণা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত