ডেস্ক রিপোর্ট ঃ
নিরাপত্তা চেয়ে ইবি থানা কর্মকর্তা বরাবর আবেদন ভুক্তভোগীর।।
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় অবৈধভাবে জমি ও দোকান দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনী বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী সুমিত সরকার অমল।
অভিযুক্তরা হলেন, জেলার কুমারখালী উপজেলার ধলনগর এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম, রশিদুল ইসলাম, রুহুল আমিন ও রাজিবুল ইসলাম।
এ বিষয়ে ভুক্তভোগী সুমিত সরকার অমল জানান, তার দুইটি দোকান বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। সে নিরাপত্তা নিয়ে বিঘ্নিত।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,
লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত