কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকার ব্যাপারীর পাড়ায় আদম ব্যাপারী মিন্টুর বিরুদ্ধে তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকাল ১১টার সময় খাজানগর এলাকায় এই ঘটনা ঘটে । এই ব্যাপারে আহত বজলু শেখ কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করেন- বিবাদী ১। মিন্টু (৩৮), পিতা- অজ্ঞাত, ২। আনোয়ার শেখ (২৮), পিতা- তারা শেখ, ৩। সানোয়ার (৩০), পিতা- অজ্ঞাত, ৪। লতা (৩৩), স্বামী- মিন্টু, সর্ব সাং- কবুর হাট মাঠপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়া এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উল্লেখিত ১নং বিবাদী মিন্টু বিদেশ পাঠানোর জন্য গত আট মাস পূর্বে ভাগ্নে শগিদ (২৬), পিতা- বারেক মোল্লা, সাং-কবুর মাঠপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া কে বিদেশ পাঠানোর নাম করে ৩০০০০০ /- টাকা নেয়। ১নং বিবাদী আমার ভাগ্নে কে বিদেশ পাঠানোর জন্য টাকা নেওয়ার পর তেকে বিভিন্ন রকম তাল বাহানা করে থাকে । আমার ভাগ্নে সরল সহজ হওয়ায় বিভিন্ন সময় বিবাদী আমার। ভাগ্নে কে ঘুরাইতে থাকে। এরই ধারাবাহিকতায় ১০/১১/২০২৩ তারিখ সময় অনমান সকাল ৮.৩০ ঘটিকার সময় বিবাদীদের সাথে আমার বাচ্চু মোল্লা (২৭) ভাগ্নে এর দেখা হলে বিবাদীকে বারংবার বিদেশ পাঠানোর জন্য অনুরোধ জানাইলে ১নং বিবাদী আমার ভাগ্নে এর উপর ক্ষিপ্ত হইয়া মারমুখি হলে, আমার ভাগ্নে আমাকে মোবাইল ফোন এর মাধ্যমে আমাকে জাাইলে আমি তখন ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কে ঠেকাইতে গেলে উপরোক্ত বিবাদীরা আমাকে ও আমার ভাগ্নেকে বিভিন্ন প্রকার গালাগালি করিতে থাকে। তখন আমি বিবাদীদের কে গালাগালি করিতে নিষেধ করিলে বিবাদীরা আমার ও আমার ভাগ্নের উপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মেরে আমার শরিরের বিভিন্ন জায়গায় নিলা ফোলা জখম করা সহ ১নং বিবাদী আমার ভাগ্নে বাচ্চু কে হত্যার উদেশ্য লোহার সাপল দিয়ে মাথায় আঘাত করিলে আমার ভাগ্নের মাথায় আঘাত লেগে গুরুত্বর রক্তাত জখম প্রাপ্ত হয় এবং ২নং বিবাদী আমাকে ধারালো হাসুয়া দয়ে মাথায় আঘাত করিতে গেলে, আমি কোপটি ডান হাত দিয়ে ঠেকাইতে গেলে কোপটি আমার ডান হাতে লেগে রক্তাত কাটা জখম প্রাপ্ত হই।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত শগিদের মাথয় ৮ টি সেলায় ও আহত বজলুর ডান হাতে ৪টি সেলাই দেওয়া হয়েছে।
এই ব্যাপারে অভিযুক্ত মিন্টুর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত