আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই(নিঃ) শেখ হাদীউজ্জামান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃংখলা ডিউটিকালে ১০.১১.২০২৩ তারিখ রাত আনুমানিক ২০:৫৫ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ীর সামনে রাস্তার উপর হতে নিজেকে পুলিশ অফিসার (সাব-ইন্সপেক্টর) পরিচয়দানকারী প্রতারক মোঃ সোহেল রানা @ হিমেল(২৭), পিতা-মোঃ আজিবর রহমান@ সোনা উল্লাহ, সাং-আমবাড়ীয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, এ/পি গ্রাম-রেল জগন্নাথপুর (ইউপি-কালিদাসপুর), থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজতে থাকা একজোড়া হ্যান্ডকাফসহ গ্রেফতার করে
আসামীর পূর্ববর্তী রেকর্ড পর্যালোচনা করে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার প্রতারক। পুলিশ অফিসার পরিচয় দিয়ে সে প্রতারণা করে থাকে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানার মামলা নং-২২, তারিখ-১২.০৩.২৩ ধারা-১৭০/১৭১/৪০৬/৪২০/৩৭৯ পেনাল কোড এবং চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-১৯, তারিখ-১৯/০৪/২০২১, ধারা- ১৭০/৪১৯/৪৬৭/৪৬৮/৪২০/৩৭৯/৪১১ পেনাল কোড পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত