চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে মাদক কারবারী রুবেলের যত অপকর্ম
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে বেড়াচ্ছেন রুবেল ওরফে এস এম রুবেল ওরফে ইয়াবা রুবেল নামে এক যুবক। এই যুবক করোনা কালে প্রথম রাষ্ট্রবিরোধী গুজব ছড়িয়ে ২০২০ সালে প্রথম আটক হন চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে। তখন আলোচনায় আসা রুবেল জামিনে বেরিয়ে আবারো শুরু করেন অপকর্ম৷ ২য় দফায় চাঁদাবাজী করতে গিয়ে আটক হন ২০২২ সালের ১৩ আগস্ট। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে পুলিশ ও জনতার হাতে একাধিকবার আটক রুবেল আদৌতে মাদক সেবন ও মাদক কারবারের সাথে জড়িত। জানা গেছে এই প্রতারক শিক্ষাগত যোগ্যতায় পঞ্চম শ্রেনীর গন্ডিও পার করেন নি। কোন বৈধ বা নিবন্ধিত গণমাধ্যমেও কাজ করেন না অথচ সাংবাদিক পরিচয় দিয়ে গোটা চাঁপাইনবাবগঞ্জ দাপিয়ে বেড়ান। এমনকি নিজেকে ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল বিবিসি বাংলার সাংবাদিক পরিচয় দিয়েও প্রতারণা করেন রুবেল৷ তার অপকর্মের কারণে চাঁপাইনবাবগঞ্জের মূলধারার গণমাধ্যমকর্মীরা রয়েছেন চরম বিব্রতকর অবস্থায়। সবচেয়ে শঙ্কার বিষয়- এস এম রুবেল ওরফে ইয়াবা রুবেল সাংবাদিক সেজে ঢুকে পড়ছেন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেস কনফারেন্সে। সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী সদস্যদের সাথে ছবি তুলে সেসব ছবি দেখিয়ে ভয়ভীতি দেখান সাধারণ মানুষজনকে। এটিও তার চাঁদাবাজীর অন্যতম অস্ত্র। তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা ও অভিযোগ দায়ের হয়েছে। এছাড়া তাকে মাদক সেবন ও মাদক বিক্রি করতে দেখা গেছে এমন ভিডিও ও ফাঁস হয়েছে একাধিকবার। বৈধ কোন গণমাধ্যমবিহীন এমন একজন কুখ্যাত অপরাধী ব্যক্তি কিভাবে সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন চাঁপাইনবাবগঞ্জের মূলধারার গণমাধ্যমকর্মীরা৷