কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে যৌথ বাহিনী
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও নানাবিধ অপরাধ দমনে যৌথ বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে যৌথ অভিযান পরিচালনা করছে।
২। এরই ধারাবাহিকতায়, অদ্য ১৭ নভেম্বর ২০২৪ তারিখ অনুমান ১৬.৩০ ঘটিকায় কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প এলাকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও ১৬ এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত শরণার্থী ক্যাম্পের ই ব্লকস্থ রোহিঙ্গা শরণার্থী আজিজুল্লাহ এর বসতঘরের সামনে ইটের সলিং রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়, যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
৩। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
—-স্বাক্ষরিত—-