রাজশাহীর জেলার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার: ১
আজ ০৮ নভেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন পরানপুর গ্রাম হতে দিবাগত রাত ০০:৩০ টায় একজন মাদককারবারিকে ৪৫ কেজি ১০০ গ্রাম ওজনের অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: ইয়াসিন (৪৫)। মো: ইয়াসিন রাজশাহী জেলার চারঘাট থানার পরানপুর গ্রামের মো: আবুল হোসেনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: আলমগীর হোসেন ও ফোর্স-সহ আজ ০৮ নভেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০০:১৫ টায় চারঘাট মডেল থানাধীন হল মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চারঘাট ইউনিয়ন-এর পরানপুর গ্রামস্থ অভিযুক্ত মো: ইয়াসিন-এর বসতবাড়ির পশ্চিমপার্শ্বে টয়লেটের পিছনে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ চাষাবাদ, পরিচর্যা ও উৎপাদন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: আলমগীর হোসেন ও ফোর্স-সহ আজ ০৮ নভেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০০:২০ টায় অভিযান পরিচালনা করে। এতে চারঘাট মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দিবাগত রাত ০০:৩০ টায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ অভিযুক্ত মো: ইয়াসিন-এর দেখানো মতে তার নিজ হাতে রোপণকৃত তিনটি কাঁচা তাজা বড় অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ (মূলকাণ্ড, ডালপালা ও পাতা-সহ) সর্বমোট ৪৫ কেজি ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।