জেলা গোয়েন্দা শাখা (কুষ্টিয়া) কর্তৃক ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন আসামি (মাদক ব্যবসায়ী) গ্রেফতার….
[01 Nov 𝟐𝟎𝟐𝟒]
শুক্রবার (০১ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে
রাত্র ২০:০৫ ঘটিকায় ভেড়ামারা থানাধীন হাওয়াখালী মাঠস্থ জনৈক মাহাবুল ইসলামের (MSB ব্রিকস) ইট ভাটার সামনে ভেড়ামারা টু আল্লার দরগা গামী রাস্তার দক্ষিণ পার্শ্বে বট গাছের নীচ হইতে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন (মাদক ব্যবসায়ী) আসামী ১। মোঃ বিজয় হোসেন (২৪), পিতা-মোঃ বিচ্ছাদ সরদার গ্রাম-আন্দালবাড়ী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে ভেড়ামারা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।