১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণ এবং মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষা ও দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। র্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে গতকাল অনুমান ১৫.৩০ ঘটিকায় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টিম কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর ব্রীজের দক্ষিণপাড় (বড়ছড়া) এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের আভিযানিক দল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মায়ের দোয়া কুলিং কর্নার এর সামনে পৌঁছালে কতিপয় ব্যক্তি দৌঁড়ে পালায়নের চেষ্টাকালে মোহাম্মদ আলী প্রকাশ মাহাত আলম এবং মোঃ আলা উদ্দিন নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে সর্বমোট ৩,১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
৩। এছাড়াও গতকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস টিম বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানাধীন নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নুরুল ইসলাম এবং সরওয়ার জাহান নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে সর্বমোট ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
৪। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয়-
(১) মোহাম্মদ আলী প্রকাশ মাহাত আলম (৩৩), পিতা-মনির আহম্মদ, সাং-জুম্মাপাড়া (ড্রাইভার মাহত আলম এর বাড়ী), ১নং ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
(২) মোঃ আলা উদ্দিন (২৮), পিতা-সৈয়দ আহম্মদ, সাং-জুম্মাপাড়া (ড্রাইভার মাহত আলম এর বাড়ী), ১নং ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
(৩) মোঃ নুরুল ইসলাম (৪২), পিতা-সুলতান আহমদ, সাং-নয়াপাড়া, ৫নং ওয়ার্ড, ইউনিয়ন-নয়াপাড়া, থানা-আলীকদম, জেলা-বান্দরবান।
(৪) সরওয়ার জাহান (৪২), পিতা-মৃত আব্দুল মজিদ মাষ্টার, সাং-বাগানপাড়া, ৫নং ওয়ার্ড, ইউনিয়ন-নয়াপাড়া, থানা-আলীকদম, জেলা-বান্দরবান
৫। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বিভিন্ন কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখতো। যা পরবর্তীতে অত্যন্ত কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানা যায়।
৬। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
----ধন্যবাদ-----
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত