বাড়ী থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা শিরোনামীয় চাঞ্চল্যকর মনিরুজ্জামান @ মনু (৪২) হত্যা মামলার পলাতক অন্যতম আসামী নুরুল (২৫)’কে র্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে গত ১৩ জুন ২০২৪ ইং তারিখ নরসিংদী জেলার পলাশ থানাধীন খানেপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক উপরোক্ত চাঞ্চল্যকর মনিরুজ্জামান @ মনু (৪২) হত্যা মামলার প্রধান আসামী নুরুল (২৫)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ০৭/০৬/২০২৪ তারিখ সকাল ১০.৫৫ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীগণ বাদীর শ্বশুর বাড়িতে অনধিকার প্রবেশ করে টিনশেড বিল্ডিং ঘরের কেচি গেইট ভাংচুর করে। গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা ঘরের দরজা ভেঙে বাদীর স্বামীকে এলোপাতাড়ী মারপিট করে ঘরের ভিতর হতে বাহির করে বাড়ির উঠানে নিয়ে আসে। আসামীগণ তাদের হাতে থাকা লোহার রড ও কাঠের ডাঁসা দিয়া হত্যার উদ্দেশ্যে ভিকটিম মনিরুজ্জামান @ মনুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরুতর জখম করে চলে যায়।
পরবর্তীতে ভিকটিমের অবস্থা আশঙ্কা জনক দেখে ইং ০৭/০৬/২০২৪ তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় বাদী ভিকটিম কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ইং ০৭/০৬/২০২৪ তারিখ ১২৪৫ ঘটিকার সময় ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহত ভিকটিম এর স্ত্রী সাবিনা বেগম (৩৩) গত ০৮/০৬/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩(০৬)২৪, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/ ৩২৩/ ৩২৫/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত