র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
অদ্য ১৩ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় রংপুর মহানগরীর কতোয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের ডক্টরস্ ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত ইজিবাইক সংকেত দিয়ে থামিয়ে উক্ত ইজিবাইকের পিছনের সিটের ব্যাটারীর নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৯২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী বহুদিন যাবত রংপুর মহানগরীরসহ বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারি এর মাধ্যমে র্যাব-১৩, রংপুর এর চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয়ে এবং মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-মোঃ আবেদ আলী, সাং-উত্তর হলদী বাড়ী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে আটক করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ীকে রংপুর মহানগরীর কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে রংপুর মহানগরীর এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রংপুর মহানগরীর, কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত