ঢাকার নৌপথে চাঁদাবাজ ও ডাকাত চক্রের অন্যতম মূলহোতা এবং কেরানীগঞ্জ মডেল থানার হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ রাসেল @ ইব্রাহীম (৩৭) কে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন খুনেরচর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামী গ্রফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৯:৪৫ ঘটিকায় একজন ব্যক্তি ভিকটিম মোঃ তৌহিদুল ইসলাম বিল্লাল (৩০) এর স্ত্রী সোনিয়া আক্তার শিমুকে ফোন করে জানান যে, তার স্বামী বিল্লালকে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করে লাশ ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন থানাঘাট এলাকায় ফেলে রেখেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর বিল্লালের স্ত্রী শিমু দ্রæত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার স্বামী বিল্লালের মাথা ফেটে রক্ত বের হচ্ছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত হয়ে তার নিথর দেহ পরে আছে।
উক্ত ঘটনায় মৃত বিল্লালের স্ত্রী সোনিয়া আক্তার শিমু বাদী হয়ে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানায় চাঞ্চল্যকর বিল্লাল হত্যাকান্ডে জড়িত ৬ জনসহ অজ্ঞাতনামা আরো ১-২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৬, তারিখ-১৯/০৯/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়। হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১২ জুন ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র্যাব-০৮ এর সহযোগীতায় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন খুনেরচর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকার কেরাণীগঞ্জে চাঞ্চল্যকর বিল্লাল হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী মোঃ রাসেল @ ইব্রাহিম (৩৭), পিতা-মৃত বাদল চৌকিদার @ মাসুম, সাং-বেতকা, থানা-পশ্চিম টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী রাসেল @ ইব্রাহিম বাবুবাজার পরবর্তী আমিরাবাগ এলাকা সহ বিভিন্ন নৌ পথে এবং স্থানীয় বাজারে চাঁদাবাজি করে। নৌকা, টলার, বাল্ক হেড সহ নৌযানে এবং স্থানীয় বাজারে চাঁদাবাজির কারণে সকলেই অতিষ্ঠ।
তার নামে একাধিক মামলা আছে। ইতিপূর্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে গেলে বিভিন্ন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত