জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০২ টি সফল অভিযানে
৩০ বোতল ফেন্সিডিল এবং ৬০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার-০৪ জন।
অভিযান-০১
(১২ জুন ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় যশোর ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজারস্থ সোনালী মার্কেটের সিটি ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মিলন খান (৩৫), পিতা-কাশেম হাওলাদার, মাতা-খোদেজা বেগম, সাং-বালিয়াডাঙ্গা (শ্বশান রোড), থানা-কোতয়ালী, জেলা-যশোর, এ/পি সাং-নীলগঞ্জ (জনৈক সাদ্দামের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৯০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(১২ জুন ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ)/এসএম ফোরকান, এএসআই(নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২০.৪৫ ঘটিকার সময় যশোর চৌগাছা থানাধীন হাউলী পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মহিনুর ইসলাম এর ২য় তলা বিশিষ্ট বসত বিল্ডিং এর সামনে হইতে আসামী ১। মোঃ মহিনুর ইসলাম (৩৮), পিতা মৃত তোলায়াত হোসেন, সাং-হাউলী পশ্চিমপাড়া, ২। মোঃ সবুজ হোসেন (৩০), পিতা আলিবুদ্দিন, সাং-বাড়িয়ালী,
৩। আখতারুজ্জামান(২৬),পিতা শুকুর আলী, সাং-হাউলী, সর্ব থানা -চৌগাছা, জেলা -যশোরদের কে ৬০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।