র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
যশোরের মণিরামপুর থানার ঘুঘুদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে র্যাব-৬ এর সদস্যরা চতুর্থ শ্রেণীর কর্মচারী দেব্রবত কুমার বাচ্চু (৩৮) ও নিমাই মন্ডল (৫০) কে গ্রেপ্তার করেছে।
উপজেলার ঘুঘুদাহ এলাকায় অভিযান চালিয়ে বুধবার (১২ জুন) ভোর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘুঘুদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন নিমাই মন্ডল। আর এ কাজের সহযোগিতা করেছেন দেবব্রত কুমার বাচ্চু। এ ঘটনায় ভিকটিমের মা জানতে পেরে র্যাবের সহযোগিতায় মনিরামপুর থানায় মামলা দায়ের করেন।
এই মামলায় র্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।