ফেনীর ফতেহপুর থেকে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
বুধবার (১২ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন: সোনাগাজীর পশ্চিম তুলাতুলি এলাকার ইসমাইলের ছেলে সাইদুল ইসলাম (২০), ফকির আহমদের ছেলে শেখ ফরিদ ওরফে আফসার (১৮) ও চর চান্দিয়া এলাকার নাছির আহমদের ছেলে আলাউদ্দিন (২২)।
চট্টগ্রাম র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী একটি পিকআপে মাদক নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে যাচ্ছে। পরে টহল দল ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে র্যাব সদস্যরা পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করে। পরে পিকআপ থেকে ৩০ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারে বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত