স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১২ জুন) চট্টগ্রাম র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার ফেনীর ছাগলনাইয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার আসামি আনোয়ার নোয়াখালীর সোনাইমুড়ী থানার উলুপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি আনোয়ার হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোপটী (পশ্চিম) গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তিনি ৪০ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে ২০১৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দুদকের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে আসামি আনোয়ার জেলহাজত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এদিকে আদালত মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ৯ নভেম্বর আনোয়ারের অনুপস্থিতিতে ২০ বছরের সশ্রম কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৭ জানায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তারা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। নজরদারির একপর্যায়ে র্যাব জানতে পারে, আসামি আনোয়ার ফেনীর ছাগলনাইয়া থানার পাঠাননগর এলাকায় অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আসামি আনোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।