র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় জনাব মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া মোড় এলাকায় পাবনা জেলার ঈশ্বরদী থানার মামলা নং-০৪, তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪; ধারাঃ ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলের অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান (০১ নং) আসামী এবং ঈশ্বরদী থানার মামলা নং-৫৫, তারিখঃ ২৬ মার্চ, ২০২৪; ধারাঃ ১৪৩/৩৪১/৩৬৫/৩২৩/ ৩২৫/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড মূলের হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় (১০ নং) পলাতক আসামী মোঃ আসাদ শেখ (২১) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১০/০৬/২০২৪ খ্রিঃ তারিখ ১৮.৫০ ঘটিকায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া মোড়স্থ আকিজ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আসাদ শেখ (২১), পিতা-মোঃ জাহিদ শেখ, সাং-চকনারিচা বাঘবাড়িয়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত