“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৮ মে ২০২৪ ইং তারিখ রাত ২০.৪৫ ঘটিকায় পড়াশোনা শেষ করে ভিকটিম প্রকৃতির ডাকে বাড়ির পূর্ব পার্শ্বের বাথরুমে যায়। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা এলাকার বখাটে বারেক, ইমন ও সাজিদ ভিকটিমকে বাড়ি থেকে মুখ চেপে ধরে পাশের বাড়ির নির্মাণাধীন একটি রুমে নিয়ে যায়। পরে তাদের দলে আরও যুক্ত হয় সাব্বির ও তুহিন নামে ওই এলাকার আরো দুইজন বখাটে। এরপর ভিকটিমেকে জোর পূর্বক পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এসময় ভিকটিমের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সেখান থেকে পালিয়ে যায় বখাটেরা।
উক্ত ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে পাবনার সুজানগর থানায় একটি গণধর্ষণ মামলা (পাবনা জেলার সুজানগর থানার মামলা নং-২৩ তারিখ ১৮ মে ২০২৪ ইং ধারা ৯(১)/৯(৪) বি/(৩০) ২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) দায়ের করেন।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১১/০৬/২০২৪ইং তারিখ ১৬.৪০ ঘটিকায় রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
চাঞ্চল্যকর পাবনার সুজানগর এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ১) বারেক মৃধা (২৬), পিতা-অমেদ আলী মৃধা, ২) মোঃ তুহিন শেখ (২৩), পিতা- মোঃ আঃ মজিদ মিস্ত্রী, ৩) মোঃ সাজিদ মন্ডল (২২), পিতা- মৃত সাহেদ মন্ডল, ৪) মোঃ ইমন@ রিমন মৃধা (২২), পিতা-অমেদ আলী মৃধা এবং ৫) মোঃ সাব্বির (২৩), পিতা-মোঃ ঝন্টু মন্ডল, থানা- সুজানগর, জেলা- পাবনা থেকে গ্রেফতার করেছে।
বর্ণিত আসামিকে গ্রেফতার সংক্রান্তে সুজানগর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গ্রেফতারকৃত আসামিদেরকে পাবনা জেলার সুজানগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।