অদ্য ১১-০৬-২০২৪ তারিখে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় পটুয়াখালী থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে আসামী
১। মোঃ লিটন বাদশা (৩৫), পিতা মৃত খলিল বাদশা, ২। মোঃ নান্নু বাদশা (২৪), পিতা- আঃ সত্তার বাদশা, ৩। মোঃ খোকন হাওলাদার (৩৫), পিতা- মৃত ফকু হাওলাদার, সর্ব সাং দক্ষিন হাজীখালী, ৪। মোঃ গোলাম মোস্তফা (৪০), পিতা- মোঃ জয়নাল সিকদার, সাং দক্ষিন বিরাজলা, ৫। মোঃ বশির মীরা (৪০), পিতা- মুনসুর আলী মীরা, সাং- ভল্লভপুর, ৬। মোঃ আব্দুর রাজ্জাক (৪২), পিতা- মোঃ ইউনুছ বয়াতী, সাং উত্তর ধরান্দী, ৭। মোঃ রিপন মাদব্বর (৪৫), পিতা রফেজ মাদব্বর, সাং- চালিতাবুনিয়া, সর্ব থানা ও জেলা পটুয়াখালী, ৮। মোঃ রাজ্জাক হাওলাদার (৫০), পিতা- মৃত আসমান হাওলাদার, সাং- তারিকাটা বাজার,আমতলী ৬নং ওয়ার্ড, থানা- আমতলী, জেলা- বরগুনা এ/পি সাং হাজীখালী আবাসন, ৬নং ওয়ার্ড, থানা ও জেলা পটুয়াখালী, ৯।
মোঃ জহির খান (৩৫), পিতা মৃত খবির উদ্দিন, সাং কবাই, ৮নং ওয়ার্ড, থানা- বাকেরগঞ্জ, জেলা বরিশাল, ১০। মোঃ মিরাজ মোল্লা (২৮), পিতা- মৃত আব্দুর রব মোল্লা, সাং চর মোনাই, ৭নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- বিএমপি বরিশাল, ১১। মোঃ রাসেল সিকদার (৩৫), পিতা মোঃ সেলিম সিকদার, সাং চর মোনাই, ৭নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- বিএমপি বরিশালদের জুয়া খেলা অবস্থায় হাতেনাতে নগদ-৮,৮৭০/- টাকা ও তিন বান্ডিল (১৫৬খানা) প্লেইং কার্ড তাসসহ গ্রেফতার করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত