কক্সবাজার জেলার উখিয়া থানা পুলিশের অভিযানে ০১টি ১৫ বছর জিআর সাজা যাহা সশ্রম কারাদন্ড ও ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অনাদায়ে আরো ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড’সহ সর্বমোট-১৮ বছর জিআর সাজা প্রাপ্ত আসামী গ্রেফতারঃ
জনাব মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে জনাব মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তার-ই প্রেক্ষিতে অদ্য ১১/০৬/২০২৪ খ্রিঃ তারিখ জনাব মোঃ শামীম হোসেন, অফিসার ইনচার্জ, উখিয়া থানা সহযোগিতায় এসআই(নিঃ) মোঃ শাহজাহান ও এএসআই(নিঃ) মোঃ হামিদুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উখিয়া থানাধীন ১নং জালিয়াপালং ইউপিস্থ সোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলা নং-৮৩/১৬, ০১টি ১৫ বছর জিআর সাজা যাহা সশ্রম কারাদন্ড ও ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অনাদায়ে আরো ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ডসহ সর্বমোট-১৮ বছর জিআর সাজা প্রাপ্ত আসামী মোঃ আশেক উল্লাহ, পিতা-জকির আলম প্রকাশ জহির উল্লাহ, সাং-উত্তর সোনারপাড়া ৩নং ওয়ার্ড, ১নং জালিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।