ইং-১০/০৬/২০২৪ তারিখ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে সর্বমোট ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ’সহ ০২(দুই) জন গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ
গোপন সংবাদের ভিত্তিতে ইং-১০/০৬/২০২৪ তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন শ্রীফলতলা গ্রামস্থ জনৈক ইউনুস সরদারের বাড়ীর সামনে হতে হতে ১০/০৬/২০২৪ খ্রিঃ তারিখ ১৮.১৫ টার সময় আসামী ১। মোহাম্মদ বিল্লাল আকন (৩৯), ২। মোঃ সজল গাজী (২৯)দ্বয়কে ধৃত করেন এবং ঘটনাস্থল হতে সাগর বিশ্বাস (৪০) পালিয়ে যায়। ধৃত পূর্বক আসামীদের হেফাজত হতে সর্বমোট ২০(বিশ) গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত