রাজধানীর ডেমরা থানাধীন ইটখোলা এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন হোমিও ঔষধ জব্দ করেছে র্যাব-৩।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সদা সচেষ্ট রয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও লাইসেন্স বিহীন হাসপাতাল ও ক্লিনিক, অবৈধ মজুদদার, কিশোরগ্যাং, ভেজাল খাদ্যদ্রব্য ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জনগনের দুর্ভোগ লাঘব করে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করছে।
র্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর ডেমরা থানাধীন ইটখোলা এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলের গোডাউনে বিপুল পরিমাণ অনুমোদনহীন হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে। এপ্রেক্ষিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক যৌথভাবে অদ্য ১০ জুন ২০২৪ তারিখ ১৪০০ ঘটিকায় ঢাকা হোমিও হলের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় গোডাউনে সংরক্ষিত ২৪ প্রকারের হোমিও ঔষধের মধ্যে ০৯ প্রকারের মোট ২৯৬ লিটার অনুমোদনবিহীন ভেজাল তরল জাতীয় হোমিও ঔষধ জব্দ করা হয়। অনুমোদনহীন ভেজাল ঔষধ গোডাউনে বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করে রাখার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক ১। আব্দুল আলীম (৫৫), পিতা-মোঃ আফতাব উদ্দিন, সাং-কোহিনূর ভিলা, দেওয়ানবাগী, থানা-দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এর বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসকল অবৈধ ও অনুমোদনবিহীন ভেজাল ঔষধ গুদামজাতকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত